আজি প্রাঙ্গনে মোর এসেছে অতিথি,
বহুপথ ঘুরে অনেক দিনের পরে,
কুশন পেতে বসতে দিয়েছি তারে,
যতন করে মধুর সমাদরে।
এদিক সেদিক নিখুত নয়ন মেলে,
নিবির করে দেখছে ঘুরেফিরে,
সংশয়ে সে দাঁড়িয়ে আছে ঠাঁয়,
অতীতের ন্যায় বসতে নাহি পায়।
প্রাঙ্গনে তার দুয়ার ছিলোই খোলা,
সে যে আজি নিজেতেই পথভোলা,
এখনো তার মনে চলে দোলাচাল,
অতিথি আজি নিজেতেই বেখেয়াল।
অতিথি আজি আনমনে ভাবনায়,
উদাস নয়নে একদৃষ্টিতে চায়,
মনের ভিতর হাজারো কথা জমা,
মুখ ফুটে আজি বলতে নাহি পায়।
অতিথি তুমি ঝেড়ে ফেলো সংশয়,
মনের আনন্দে বসে পড়ো নির্ভয়,
প্রাঙ্গন আছে অতীতে যেমন ছিলো,
অতীত ভুলে সমুখে এগিয়ে চলো।