সময় জার্নাল প্রতিবেদক :
সারা বিশ্বের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ )শনিবার (১৬ অক্টোবর) র্যালি ও সেমিনারসহ নানা আয়োজনে বিশ্ব স্পাইন দিবস ২০২১ পালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খান, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ