সময় জার্নাল প্রতিবেদক :
ঢাকার শেরে বাংলানগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস শেষবর্ষের ছাত্র মুজতবা তামিম আল মাহদী। মেডিকেলের ব্যস্ত জীবনের ফাঁকে স্বপ্ন দেখেন নিজ এলাকার তরুণদের নিয়ে। ছুটির দিনগুলোতে তাদের সাথে সময় কাটান। পড়ালেখা বিষয়ক সঠিক পথনির্দেশ দিতেই সমমনাদের নিয়ে জন্মভূমি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত পান্ডারগাঁও ইউনিয়নের তরুণদের নিয়ে গড়ে তুলেছেন ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাব (সী কিউব)। শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, উচ্চশিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ এবং দক্ষ, যোগ্য মানবসম্পদে পরিণত করে সমাজব্যবস্থার উন্নতিকরণ করাই এর প্রধান উদ্দেশ্য। যার শ্লোগান নির্ধারণ করা হয়েছে : "আমরা মুক্ত ডানার পাখি,
জীবন গড়ার স্বপ্ন দেখি"।
শনিবার (১৬ অক্টোবর) সংগঠনটির অফিশিয়াল কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষামেলা আয়োজনের মধ্যদিয়ে। চার শতাধিক (৪০০) শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে সফলভাবে দিনব্যাপী শিক্ষামেলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সী কিউব এর স্বপ্নদ্রষ্টা মুজতবা তামিম আল মাহদী।
দিনভার কার্যক্রমের মধ্যে ছিল : ১. ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, ২. স্কিল ডেভেলাপমেন্ট প্রোগ্রাম, ৩. বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড
৪. বিষয়ভিত্তিক মেন্টরিং সেশন
৫. বিশ্ববিদ্যালয় পরিচিতি প্রোগ্রাম
৬. অন্যান্য।
মাহদী আরও জানান, ৬ টি স্টলে ৪৮ টি পোস্টারে হাতে লিখে বাংলাদেশের মোটামুটি সবগুলা বিশ্ববিদ্যালয়ের তথ্য আমরা তুলে ধরেছি ওদের সামনে। ওরা ঘুরে ঘুরে দেখেছে। তারপর প্রদর্শিত তথ্যের ভিত্তিতে অংশগ্রহণ করেছে কুইজ প্রতিযোগিতায়।
তরুণ শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য ছুটে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী। তারা উপস্থিত তরুণ-তরুণীকে দিকনির্দেশনা দিয়েছেন। অনুপ্রাণিত করেছেন।
কথা প্রসঙ্গে মাহদী জানান, সকাল থেকে ঝাঁকে ঝাঁকে ছাত্র-ছাত্রী যখন আসা শুরু হলো, আমরা পড়ে গেলাম ভীষণ লজ্জায়। কারণ, আমাদের আয়োজন ছিলো সর্বোচ্চ ১৫০ জনের জন্য। এতো বিশাল রেসপন্স হবে আমরা কল্পনাও করি নাই। প্রচন্ড রৌদ্রে, গরমে অতিষ্ঠ হয়েও তারা শেষ পর্যন্ত বসে ছিলো। জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে ছিলো।
সর্বশেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আগামীতে আরও প্রেরণামূলক কর্মসূচি বাস্তবায়নের কথা জানান সী কিউব এর স্বপ্নদ্রষ্টা মুজতবা তামিম আল মাহদী।
সময় জার্নাল/ইএইচ