মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
আসন্ন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উদীয়মান তরুন সমাজসেবক প্রকৌশলী মোঃ শাহজালাল।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রকৌশলী মোঃ শাহজালাল তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সামসুল আজম’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের একজন প্রার্থী ও অন্য ৬জন স্বতন্ত্র প্রার্থী।
এবারে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩৩ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩১ জন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর