জাবি প্রতিনিধি : কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ-এর সঞ্চালনায় আহবায়ক শোভন রহমান বলেন, অতীতেও নানা অভিযোগ এ ধরনের হামলা হয়েছে। কিন্তু কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই তারা ব্যস্ত। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার।
মানববন্ধন থেকে বক্তারা ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো; সাম্প্রদায়িক হামলায় উস্কানিদাতাদের গ্রেফতার ও বিচার করতে হবে; দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মানুষদের পূজা মন্ডপ, মন্দির, বাড়ি ঘরে হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার ও বিচার করতে হবে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে; ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে।
সময় জার্নাল/আরইউ