নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল পদক চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পদক চালু করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, শেখ রাসেল আমাদের মাঝে অনন্য এক নাম। বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সকলের নিকট এক ভালোবাসার নাম শেখ রাসেল। আগামী বছর থেকে দিবসটি উপলক্ষে ‘শেখ রাসেল পদক’ চালু করা হবে। এছাড়াও শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে দিবসটিতে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। এদিন সকাল সাড়ে নয়টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শেখ রাসেল মডেল স্কুল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য। শেখ রাসেল মডেল স্কুল ও রাবি স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
এরপর স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহ্জবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষক রুম্মান বেগম, মেহের নিগার সমাপ্তি ও দেবশ্রী মন্ডল।
সময় জার্নাল/এলআর