তিতুমীর কলেজ প্রতিনিধি: তিতুমীর কলেজে ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন "তিতুমীর কলেজ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব ফেনীর" যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১৮ই অক্টোবর) উপদেষ্টা কমিটির অনুমতিক্রমে এবং নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও আমিন উল্যাহ আহাদ আলমাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নব-গঠিত কমিটি অনুমোদন লাভ করে।
সভাপতি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও আমিন উল্যাহ আহাদ আলমাস। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ইস্রাফিল ছোটন(সহ সভাপতি), শাহ সৈকত(যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ মাসুদ রানা পাটোয়ারী (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ রায়হান (প্রচার সম্পাদক), জাবেদ ইকবাল(দপ্তর সম্পাদক),রায়হান আহমেদ (গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), গোলাম সরওয়ার (অর্থ সম্পদক), মাহমুদুল হাসান (ধর্ম বিষয়ক সম্পাদক), শাওন আল জুবায়ের (ক্রিড়া বিষয়ক সম্পাদক), আকরাম হোসেন শেহজাদ(তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), জহিরুল ইসলাম হাসিব (শিক্ষা ও সাহিত্য বিষয় সম্পাদক) ও ছাত্রী বিষয়ক সম্পাদক মিহি আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, ২০২০ সালের দিকে উক্ত কমিটির অনুমোদন প্রাপ্তির কথা থাকলেও কোভিডের কারণে তা পিছিয়ে পড়ে। তবে, স্বাস্থ্যবিধি মেনে করোনা অতিমারিতেও অনুমোদিত কমিটির নানান কার্যক্রম ইফতার মাহফিল, ঈদ পূর্ণমিলনী,ভার্চুয়াল বৈঠক ইত্যাদি সম্পন্ন হয়েছে।
সময় জার্নাল/এমআই