রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন প্রত্যাশী এক আওয়ামীলীগ প্রার্থী।
সোমবার সন্ধায় জেলার নাগেশ্বরী উপজেলার বামন ডাঙ্গা ইউনিয়নের দলীয় প্রার্থী বাছাইয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, কুড়িগ্রাম- ১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি চাষী করিম, সাঈদ হাসান লোবানসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সভায় প্রার্থী বাছাইয়ের সময় ৫৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা না করে প্রকাশ্যে হাত তুলে প্রার্থী বাছাই করা হয়। এতে দলীয় মনোনয় প্রত্যাশী মইনুল ইসলাম লাল জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সামনে প্রতিবাদ করলেও তা উপেক্ষা করে অপর প্রার্থী মাইনুল হক প্রধানকে প্রার্থী ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় মনোনয়ন প্রত্যাশী মইনুল ইসলাম লাল পুণরায় গণতান্ত্রিক পন্থায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচনের দাবী জানান।
সময় জার্নাল/এলআর