সময় জার্নাল প্রতিবেদক :
প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার ক্যাথল্যাব প্রসিডিউর (এ্যানজিওগ্রাম ও স্টেন্টিং) সফলভাবে সম্পন্ন করেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।
সোমবার (১৮ অক্টোবর) কেক কেটে ও বেলুন উড়িয়ে মাইলফলককে উদযাপন করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এম এ রশীদ।
এসময় কার্ডিওলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাকসুমুল হক সহ অন্যান্য ক্যাথল্যাব ইউজার ও ক্যাথল্যাব স্টাফগণ উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে সেবার মান আরো বাড়িয়ে রোগীদের আন্তরিকভাবে সেবা দেয়ার জন্য উপস্থিত সবাইকে নির্দেশ প্রদান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
সময় জার্নাল/ইএইচ