অব্যক্ত বেদনা
লেখক: মোজাম্মেল হক
বেদনার বোঝা বেশি ভারি হলে,
অনেক দীর্ঘ ডামাডোলের পরে,
হৃদয়ে বিশাল এক দ্বন্দ্ব চলে,
এভাবে শান্ত মেঘেরা অশান্ত হলে,
যন্ত্রণা যখন অকুলান হয়ে পরে,
ঠিক তখনই আকাশ কাঁদে,
অথচ তোমরা তাকে বৃষ্টি বলো।
সবুজে আবৃত পাহাড় মৌন বলে,
দিনরাত অবিরাম অবিচার চলে,
অন্যায় অনিয়ম অসহন হলে,
অভিমানে দেয় দাবানল জ্বেলে,
জ্বালা যন্ত্রণা আগুনে পুড়ে গেলে,
তারপরে আবেগে পাহাড় কাঁদে,
অথচ তোমরা তাকে ঝর্ণা বলো।
সাগরের বুকে রাশিরাশি জল,
স্বচ্ছ নীল জল করে টলটল,
দিনরাত খেলা করে হাঙর তিমির দল,
বিকট শব্দ তুলে হাজারো জাহাজ চলে,
একদন্ড স্বস্তিতে থাকতে দেয়না বলে,
সাগর উদগ্র যন্ত্রণা কিনারে আছড়ে ফেলে,
অথচ তোমরা তাকে জলোচ্ছ্বাস বলো।
একবারও কি তোমরা দেখেছো ভেবে?
উদার আকাশ কেনো বৃষ্টি হয়ে কাঁদে?
কেনো মৌন পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে?
সাগর কেনো কিনারে আছড়ে পড়ে?
না তোমরা দেখোনা দেখতে চাও না,
কি যন্ত্রণা ওরা বয়ে চলে বুকে করে,
তাইতো জলোচ্ছ্বাস,ঝর্ণা বা বৃষ্টি হয়ে ঝরে।
সময় জার্নাল/এলআর