আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে থেকে শান্তি শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সম্প্রীতি সমাবেশে বক্তারা,কুমিল্লার ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ই আগস্টের ঘটনার সাথে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় বক্ত করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলে নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন ও শহীদ উল্লাহ খাঁন সোহেল প্রমূখ।
সময় জার্নাল/এলআর