স্পোর্টস ডেস্ক: আজ (১৯ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে নামছে পিএসজি। জাতীয় দলের দায়িত্ব শেষ করে একাদশে ফিরছেন লিওনেল মেসি। তবে এই ম্যাচেও ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাওয়া যাচ্ছে না।
পিএসজি জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। অনুশীলনে ফিরলেও সেটি থেকে এখনো পুরোপুরি সুস্থ হননি। এমনকি আগামী ২৪ অক্টোবর লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষেও খেলা হবে না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।
আন্তর্জাতিক বিরতি শেষে ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে প্যারিসিয়ানরা। সেটিতে ছিলেন না মেসিও। তবে তা মোটেও বুঝতে দেননি কিলিয়ান এমবাপ্পে। অজেঁর বিপক্ষে দলের অন্যান্য সতীর্থদের নিয়েই জয় ছিনিয়ে নিয়ে আসেন।
আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লাইপজিগের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। নেইমার না থাকার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে তারা।
এমআই