দুলাল বিশ^াস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসব মুখর পরিবেশে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এদিন বিকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল শেখের কার্যালয়ে ২৫ পাউন্ডের কেক কেটে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। পরে বঙ্গবন্ধু, শেখ রাসেল সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাযাত করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ সহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, কাউন্সিলর মইনুল ইসলাম অপু, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদের মধ্যে দিয়ে জেলা প্রশাসন শেখ রাসেলের জন্ম দিনের কর্মসূচীর সূচনা করে। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ রাসেল, বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
সময় জার্নাল/এলআর