স্পোর্টস ডেস্ক:
বাঁচা মরার লড়াইয়ে টসে জিতেছে বাংলাদেশ। নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।
এর আগে উভয় দল টি-টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। সেবার ওমানকে বৃষ্টি বিঘ্নিত আইনে ৫৪ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালের ১৩ মার্চ অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাট করে ১৮০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ওমান। ওই ম্যাচটিও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের লড়াই ছিল।
আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনিংয়ে একাদশে ফিরেছেন নাইম শেখ। ফলে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। এই ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে। নয়তো সুপার টুয়েলভে উঠার আগেই দেশের বিমান ধরতে হবে টাইগারদের।
বাংলাদেশ স্কোয়াড: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এমআই