মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
সম্প্রতি কুমিল্লা ও রংপুরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তমা সাহা, ব্যবস্হাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক, ফার্মেসি বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
ড. বিশ্বজিৎ চন্দ্র দেব তার বক্তব্যে বলেন, "কুমিল্লার ঘটনার পর সরকার থেকে কয়েকজনকে আটকের পরও কীভাবে পরপর সারা দেশের বিভিন্ন অঞ্চলে আবার সহিংসতা ছড়ায়? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে তা খুব দ্রুত বের করার আহ্বান জানাই।"
মানববন্ধনে বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গার কঠোর সমালোচনা করেন এবং এই দাঙ্গার পেছনে যারা প্রকৃতপক্ষে উস্কানিদাতা তাদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। ভবিষ্যতে যেন এমন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে কেউ প্রশাসনের সেইদিকে সুনজর কামনা করেনও করেন তারা।
সময় জার্নাল/এলআর