মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন

বুধবার, মার্চ ১৭, ২০২১
তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে সংশয়বাদী আফ্রিকার অন্যতম নেতা তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।

২৭ ফেব্রুয়ারির পর থেকে মাগুফুলিকে জনসম্মুখে দেখা যায়নি। যা গুজব ছড়িয়ে দেয় যে সে করাণায় আক্রান্ত হয়েছেন। কর্মকর্তারা ১২ মার্চ অস্বীকার করেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং সোমবার ভাইস প্রেসিডেন্ট তানজানিয়ার নাগরিকদের দেশের বাইরে থেকে গুজব না শোনার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে একজন মানুষকে ফ্লু বা জ্বর পরীক্ষা করা স্বাভাবিক।

রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে যে, মাগুফুলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যা তাকে এক দশক ধরে আক্রান্ত করে রেখেছিল। 

মৃত্যুর পর তার দাফনের ব্যবস্থা চলছে এবং ১৪ দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে শোক এবং ধর্মীয় গান সম্প্রচার করা হচ্ছে।

শোক বার্তায় বলা হয়, "প্রিয় তানজানিয়াবাসী, এটা ঘোষণা করা দু:খজনক যে আজ ১৭ মার্চ ২০২১ সন্ধ্যা ৬টার দিকে আমরা আমাদের সাহসী নেতা, প্রেসিডেন্ট জন মাগুফুলিকে হারিয়েছি, যিনি দার এস সালামের এমজেনা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।"

তিনি তানজানিয়ার প্রথম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকাকালীন মারা যান।

আরও পড়ুন : তানজানিয়ার নিখোঁজ প্রেসিডেন্টের রহস্য

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া শুক্রবার বলেছেন যে তিনি মাগুফুলির সাথে কথা বলেছেন এবং বিদেশে বসবাসকারী কিছু "ঘৃণ্য" তানজানিয়ার নাগরিকদের উপর প্রেসিডেন্টের অসুস্থতার আখ্যানকে দায়ী করেছেন।

অক্টোবরের নির্বাচনে মাগুফুলির প্রধান প্রতিদ্বন্দ্বী টুন্ডু লিসু, যখন প্রেসিডেন্ট দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদে জয়লাভ করেন, তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে তানজানিয়ার নেতাকে সিওভিডি-১৯ এর চিকিৎসার জন্য কেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর কোমায় চলে গেছেন।

মৃত্যু ঘোষণার পর বিরোধী দলীয় নেতা জিতো কাবো বলেছেন, মাগুফুলির মৃত্যুতে সমবেদনা জানাতে তিনি ভাইস প্রেসিডেন্ট হাসানের সাথে কথা বলেছেন। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে কাবওয়ে বলেন, "আমাদের দেশের উন্নয়নে তার অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।

হাসান প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন

তানজানিয়ার সংবিধান অনুযায়ী, ৬১ বছর বয়স্ক ভাইস প্রেসিডেন্ট হাসান পাঁচ বছরের মেয়াদের অবশিষ্ট মেয়াদের জন্য রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। মাগুফুলি গত বছর দ্বিতীয় মেয়াদে জয়লাভের পর দায়িত্ব পালন শুরু করেন। তিনি হবেন পূর্ব আফ্রিকার দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট।

জাঞ্জিবার আধা-স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ কারী হাসান ব্রিটেনে অর্থনীতি অধ্যয়ন করেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীতে কাজ করেন এবং এরপর ২০১৫ সালে তানজানিয়ার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেন।

হাসান বলেন, মাগুফুলিকে ৬ মার্চ হৃদযন্ত্রের সমস্যার জন্য জাকায়া কিকওয়েটে কার্ডিয়াক ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, এক সপ্তাহ পরে তার খারাপ লাগছে এবং তাকে এমজেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কার্ডিয়াক ইনস্টিটিউটের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন।

দেশটির বাণিজ্যিক রাজধানী দার এস সালামে ২০ লক্ষেরও বেশি বাসিন্দা রয়েছে। মধ্যরাতের ঠিক আগে মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করা হলে রাস্তাগুলো ফাঁকা ছিল।

"আমার মনে আছে যখন তিনি কর্মমন্ত্রী ছিলেন এবং তারপর তিনি প্রেসিডেন্ট হন, একজন প্রেসিডেন্ট যিনি কঠোর পরিশ্রম করেছেন যে আপনি তার সাথে একমত না হলেও এটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে আপনি তার সাথে একমত হয়েছেন। আমি তার প্রশংসা করেছি, সে সত্যিই ভালো কাজ করেছে," এই সংবাদ শোনার পর দার এস সালামে একজন বলেন।

'বুলডোজার'

বিরোধিতা সত্ত্বেও নীতি রপ্ত করার জন্য তার খ্যাতির কারণে মাগুফুলি কোভিড-১৯ এর সতর্কতা উড়িয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) হতাশ করেছে। তিনি বলেন, বাষ্প শ্বাস-প্রশ্বাসের মত ঈশ্বর এবং প্রতিকার তানজানিয়ার নাগরিকদের রক্ষা করবে।

রসায়নের প্রাক্তন এই শিক্ষক করোনাভাইরাস পরীক্ষাকে উপহাস করেছেন। আফ্রিকার সম্পদ নেওয়ার জন্য একটি পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে করোনার টিকাকে নিন্দা জানিয়েছেন এবং মাস্ক পড়া এবং সামাজিক দুরত্বের বিরোধিতা করেছেন।

গত বছরের মে মাসে তানজানিয়া ৫০৯ জনের সংক্রমণ এবং ২১ জনের মৃত্যুর পর করোনা সংক্রান্ত সংবাদ তথ্য দেয়া রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেন তিনি।

তিনি ২০২০ সালে দ্বিতীয় বারের মত নির্বাচিত হন, একটি নির্বাচনে ৮৪% ভোট জিতে বিরোধীদল বলেছে যে অনিয়মের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যার ফলাফল তা প্রত্যাখ্যান করেছে।

সময় জার্নাল/রয়টার্স/এমএম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল