ক্রীড়া প্রতিবেদক:
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। দলে নেই লিটন দাস ও তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ।
আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান স্কোয়াডেও এসেছে দুই পরিবর্তন। মিলান রত্নায়েকে ও ইহসান মালিঙ্গার পরিবর্তে একাদশে এসেছেন দুনিথ ওয়াল্লাগে ও দুশমন্থ চামিরা।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো।
এমআই