মো. মাইদুল ইসলাম: তিন শর্তে দীর্ঘ ১৯ মাস পর ২৩ অক্টোবর খুলে দেয়া হচ্ছে সরকারি তিতুমীর কলেজের আককাছুর রহমান আঁখি ছাত্রাবাস ও সুফিয়া কামাল ছাত্রীনিবাস।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়ে।
হলে উঠতে পূরণ করতে হবে যে শর্তাবলি
১/ নূন্যতম এক ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের টিকা গ্রহণের সনদ হোস্টেল তত্ত্বাবধায়কের নিকট জমা দিয়ে হলে উঠতে হবে।
২/ অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় শুধুমাত্র এসকল বর্ষের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে।
৩/ সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে বৈধ আবাসিক ছাত্ররাই নির্দিষ্ট সংখ্যক সিট সাপেক্ষে হলে অবস্থান করবে।
তবে তিতুমীর কলেজের আরেক ছাত্রীনিবাস সিরাজ ছাত্রীনিবাস কেন খোলা হবে না সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
এমআই