আন্তর্জাতিক ডেস্ক। আফগানিস্তানে সদ্য ক্ষমতায় বসা তালেবান গোষ্ঠীকে কিছুতেই মেনে নিতে পারছেন না দেশটির নারীরা। কট্টর এই ধর্মীয় গোষ্ঠীকে জাতিসংঘে জায়গা না দিতে এবার সংস্থাটির প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সফরের গিয়ে তারা এই অনুরোধ জানান।
শুক্রবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আফগান ওই নারীদের দাবি, তালেবানের চেয়েও ভালো কাউকে যেন জাতিসংঘে আফগানিস্তানের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাবেক আফগান রাজনীতিক ও শান্তি আলোচক ফাওজিয়া কুফি বলেন, এটি একটি সহজ বিষয়। জাতিসংঘে এমন কাউকে তাদের এই আসনটি দেওয়া প্রয়োজন, যারা আফগানিস্তানে সবার অধিকারের প্রতি সম্মান রাখে।
ওই নারী আরো জানান, আমরা এ বিষয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। তিনি বলেন, সহায়তা, অর্থ এবং স্বীকৃতির মতো সুযোগ-সুবিধা তখনই দেওয়া উচিত, যখন বিশ্ব সেগুলো অন্তর্ভুক্তিমূলক সরকার, নারীর অধিকারসহ সকলের অধিকারের জন্য ব্যবহার করতে পারবে।
ফাওজিয়া কুফির সঙ্গে এসময় সাবেক রাজনীতিক নাহিদ ফরিদ, কূটনীতিক আসিলা ওয়ারদাক এবং সাংবাদিক আনিসা শহীদও উপস্থিত ছিলেন।
নাহিদ ফরিদ সাংবাদিকদের বলেন, তালেবানরা ক্ষমতা দখলের পর কর্মক্ষেত্রে নারীদের ফেরা এবং মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।
সময় জার্নাল/আরইউ