স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। এ ম্যাচে টস জিতেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে একবারই খেলেছে অজিরা। ২০১২ বিশ্বকাপে সে ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছিল অজিরা।
সে কথা ভেবেই কি আজ টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া? না, অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন কারণ। বললেন, ‘দেখে মনে হচ্ছে এটা বেশ ভালো একটা পিচ। যা পরেও চরিত্র বদলে ফেলবে না।’ সে কারণেই টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে কিছুটা নার্ভাসই দেখাল টসে। তবে সেসব একপাশে রেখে তিনি জানালেন, দলকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারাটা অনেক বড় একটা সম্মান তার জন্য।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, ও জশ হ্যাজলউড।
এমআই