এহসান রানা , ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে ফমেকের ২৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে নতুন নামফলক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।
এসময় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু আমাদের এই মাটির সন্তান। আমরা তাঁর কাছে চির ঋণি। আজ এই মেডিকেল কলেজের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করায় এই ঋণের বোঝা কিছুটা লাঘব হলো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ফমেকের একাডেমিক কাউন্সিলের সভার সম্মতিতে গত ১৮ ফ্রেব্রুয়ারী এ সংক্রান্ত একটি সুপারিশ পত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। এরপর গত ১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত অনুমোদন পত্র গত ১০ মার্চ তাদের হাতে পৌছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সেনাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সভাপতি এভভোকেট সামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বিএমএ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. জাহাঙ্গির চৌধুরী টিটো প্রমুখ।
এর আগে ২৯ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে নতুন নামকৃত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নামফলক উম্মোচন করা হয়।
সময় জার্নাল/আরইউ