ফরিদপুর প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ সকালে ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক রিজভী জামান প্রমূখ।
সভায় আগামী ২৭ ও ২৮ মার্চ দেশব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে এ উৎসবে যাতে ফরিদপুরবাসী অংশগ্রহণ করতে পারে। জেলার প্রত্যেকটি নাগরিক এ উৎসবে শামিল হয় তার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
একই সাথে ২০-২৭ মার্চ শহরের অম্বিকা ময়দানে বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এনজিও সংস্থার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় ২৭ তারিখে রেলি শুরু হবে জেলা প্রশাসন মুজিব বর্ষের চত্বরের সামনেথকে এবং তা শেষ হবে সরকারি রাজেন্দ্র কলেজে। অনুষ্ঠানে সফলতা কামনায় এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সময় জার্নাল/এমআই