সময় জার্নাল রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বইয়ের আনন্দ যন্ত্রে পাওয়া যায় না। ‘বই পড়ার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। বই পড়ার মাধ্যমে নিজেকে যোগ্য করে তোলা যায়’ বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমর একুশে বইমেলা-২০২১ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাহিত্য নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাহিত্যের মধ্য দিয়ে দেশ ও মানুষকে চেনা যায়। এমনকি ইতিহাস, অর্থনীতিসহ নানান বিষয়ে জানা যায়। যা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয়। এ ছাড়া প্রধানমন্ত্রী ভাষণে অনুবাদ সাহিত্যের গুরুত্বও তুলে ধরেন।
করোনাকালীন সাড়ে ৭ হাজার শিল্পীকে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘লেখক-প্রকাশকদেরও করোনাকালীন সহযোগিতা করা হয়েছে। এমনকি প্রান্তিক পর্যায়েও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে।’
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার অনুরোধও করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, টিকা দিয়েই মনে করবেন না সুরক্ষিত হয়ে গেছেন। নিজেকে সুরক্ষিত রাখুন অন্যরাও সুরক্ষিত থাকবে।
সময় জার্নাল/এমআই