দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়িতে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর হাসপাতাল চত্ত¦রে বিএমএর সভাপতি ডাঃ প্রফেসর মঈম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২৫০ বেড জেনারেল হাসপাতাল সদরের এডি ডাঃ অসিত কুমার মল্লিক,স¦াশিপ এর সাধারন সম্পাদক ডাঃ চৌধুরি শফিকুল আলম,ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ডাঃ মনিরুজ্জামান,ডাঃ শাকিব ও ডাঃ সঞ্জয়।
সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ঔষধ বিশেষজ্ঞ ডাঃ গৌতম কুমার মন্ডল, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ এএফএম জুলফিকার, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সবিতা ব্রত বাইন, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ কৌশিক শিকদার, আরএমও ডাঃ দিবাকর, এমওডিসি ডাঃ বায়েস চৌধুরী, চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আলী মুন্সী প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মালম্বীদের উপাসনালয়, ঘরবাড়িতে হামলা ভাঙচুর, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা খুবই দুঃখজনক। তাই আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে এজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন তারা।
সময় জার্নাল/এলআর