বিশেষ প্রতিবেদন :
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ২০২০-২১ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান কে. এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে ২০২২ বর্ষের ডাইরেক্টর বোর্ড ঘোষণা করে নির্বাচন কমিশন।
নবনির্বাচিত বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন এপে. জিয়াউল হক জিল্লু, এসভিপি এপে. মেসবাহ উদ্দিন খন্দকার, জেভিপি এপে. এস. এম আশরাফ উদ্দিন, পিপি এপে. কে.এম নজরুল ইসলাম, সেক্রেটারি এপে. আশ্রাফুল আলম ভূঁইয়া, ট্রেজারার এপে. শফিকুর রহমান, সার্ভিস ডিরেক্টর এপে. এনায়েত উল্লাহ হাজারী, মেম্বারশিপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে. এডভোকেট আলমগীর, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. এহসান, সার্জেন্ট এট আর্মস এপে. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেস্ট ইলিয়াস জসিম, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর মহিউদ্দিন শাহ আলম নিপু, ডা: জবিউল হোসেন, জেলা-০৩ এর গভর্নর বেলাল হোসেন, জেলা-০৩ এর সাবেক গভর্নর এরশাদুর রহমান রিটু, লাইফ মেম্বার শফিউল আলম খোকন, নুরুল হাসান বাবুল, একরামুল হক চেয়ারম্যান, সাবেক সভাপতি হাসান আহসানুল কবির সুজন, এনায়েত উল্লাহ হাজারী, শাখাওয়াত হোসেন মিলন, জাকির হোসেন, এজিএম পর্যবেক্ষক শেখ আক্তারুজ্জামান পারভেজ, পতেঙ্গা ক্লাবের মো. শাহজাহান, জিল্লুল করিম, এটিএম ইমরান, জেলা ট্রেজারার আবদুল কাদের, এপেক্স ক্লাব অব সন্দীপের সভাপতি নজরুল ইসলাম, মান্নান নাবিল, সেন্ট্রালের প্রেসিডেন্ট মাহমুদ জিয়া হায়দার, জামাল উদ্দিন, এটিএম ইমরান, মাহমুদুল হাসান, বার আউলিয়া ক্লাবের সভাপতি মহিউদ্দিন আলমগীর, গ্রীণ সিটির বাবুল সাহা, তানজিম আহমেদ সোহেল, চকরিয়া ক্লাবের সভাপতি আরাফাত চৌধুরী, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার জয়দেব দাশ, সভাপতি মো. সরোয়ার, মোস্তাফিজুর রহমান ছোটন, হাসান মাহমুদ, ম্যাক রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে আগত বিভিন্ন ক্লাবের অতিথিবৃন্দ এপেক্স ক্লাব অব চট্টগ্রামের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং এই তরুণ নেতৃত্বের নিকট ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সময় জার্নাল/ইএইচ