এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল চক্ষু ক্যাম্প। সোমবার দিন ব্যাপী চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে পদ্মার বিভিন্ন চর ও নদী ভাঙ্গন এলাকার দুই সহ¯্রাধীক শিশু, নারী-পুরুষ বিনামূল্যে সেবা গ্রহন করেন। এদের মধ্যে থেকে ৪’শ জনকে বাছাই করা হয় ছানী অপারেশনের জন্য। যাদের পরবর্তীতে ফরিদপুরে বিনামূল্যে অপারেশনসহ সকল ঔষধ প্রদান করা হবে।
প্রতিবছর এই এলাকায় আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এবছর এই আয়োজনে সহায়তা করছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল।
এ উপলক্ষে চরসুলতান পুর উচ্চ বিদ্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার হোসেন, রোটারী ক্লাব অব ঢাকা রয়েল এর প্রেসিডেন্ট নওয়ীন আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট ডা. শিরিন আনিস, স্বাচিপের সভাপতি রোটারিয়ান ডা. এমএ জলিল, রোটারিয়ান ডা. ঝুমু খান, রোটারিয়ান অধ্যাপন মো. মতিউর রহমান, রোটারিয়ান নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
আয়োজন সম্পর্কে ডা. মহসীন বেগ বলেন, প্রতিবছরই পদ্মার চরাঞ্চল ও নদী ভাঙ্গন কবলিত এলাকার দরিদ্র মানুষের কথা বিবেচনা করে এখানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয় আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের উদ্যোগে। এবার সেই আয়োজনে সহযোগী হয়েছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল। এখানে প্রায় দুই হাজারের বেশী শিশু, নারী-পুরুষকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। এদের মধ্যে থেকে ৪’শ জন জটিল রুগী বাছাই করা হবে, যাদের ছানী অপারেশনসহ অন্যান্য যাবতীয় প্রয়োজনী চিকিৎসা দেয়া সম্পূর্ন বিনামূল্যে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউসার হোসেন বলেন, এই এলাকাটি পদ্মার চর এলাকা ও নদী ভাঙ্গন কবলিত এলাকা। এই এলাকার বেশীর ভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করেন। বেশীরভাগ মানুষই ঢাকা বা ফরিদপুর গিয়ে চিকিৎসা করানোর মত ক্ষমতা নেই। সেই এলাকার মানুষদের জন্য এমন মহতী উদ্যোগ নেয়ায় শংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
সময় জার্নাল/এলআর