ডাঃ এম সাঈদুল হক :
৭৫ বছর বয়সী এই ভদ্রলোকের বেশ কিছু দিন ধরে খাওয়ায় অরুচি, দেহের ওজন কমে যাওয়া, শরীরে অস্বস্তি লাগা, চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া, শরীরে চুলকানি দেখা দেওয়া, পায়খানার রং সাদাটে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগছেন।
বিস্তারিত রোগ ইতিহাস নিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেলো তিনি পিত্ত নালীর মুখে টিউমার জনিত কারণে Obstructive jaundice এ ভুগছেন যাকে Peri-ampullary carcinoma বলা হয়।
এধরণের ক্যান্সারের ক্ষেত্রে যথাশীঘ্র সম্ভব বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় ক্যান্সারটি শরীরে ছড়িয়ে পড়েছে কি না... যদি ছড়িয়ে না থাকে তাহলে দ্রুত অপারেশন করিয়ে নিতে হয়; আর ছড়িয়ে পড়লে প্যালিয়েটিভ চিকিৎসা করাতে হয়।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার