এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেয়েছেন কবি খন্দকার ফারহানা মুন্নি। খন্দকার ফারহানা মুন্নি, ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত খন্দকার আতিয়ার রহমান ভীম এর কন্যা এবং একই ইউনিয়নের মোড়হাট গ্রামের পল্লী চিকিৎসক জিয়া খানের সহধর্মীনি।
কবি খন্দকার ফারহানা মুন্নি প্রতিবেদককে সোমবার ( ২৫ শে অক্টোবর) জানান , কবিতা লেখায় বিশেষ অবদান রাখায় ঢাকা সাহিত্য পরিষদ থেকে আমাকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার দেওয়া হয়েছে। আমি পুরস্কার ও সাহিত্য পরিষদের পদ পেয়ে গর্বিত।
তিনি আরো জানান , স্কুল জীবনে মুন্নি নগরকান্দা গার্লস স্কুলের একজন মেধাবী ছাত্রী ছিলেন। স্কুল শেষে তিনি নগরকান্দা কলেজে লেখা-পড়া করেন। এপর্যন্ত তিনি "এই দিন ভুলা যাবে না, হৃদয়ে মুজিব, তোমার কন্ঠ, তোমার ছবি" কবিতা সহ প্রায় ২ শতাধিক কবিতা লিখেছেন। এছাড়াও তিনি ৫টি উপন্যাস লিখেছেন।
উল্লেখ্য , শুক্রবার ( ২২ শে অক্টোবর) বিকালে ঢাকা কাটাবন কবিতা ক্যাফে অনুষ্ঠিত ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সেই সাথে ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
সময় জার্নাল/এলআর