এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, প্রতিটি ইউনিয়নের একটিও মাটির রাস্তা থাকবে। পর্যায়ক্রমে পাকা রাস্তা করা হবে।
মঙ্গলবার দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা ফকিরবাড়ি থেকে কুদঘাটা বাজার পর্যন্ত এক কিলোমিটার পিচঢালা কার্পেটিং রাস্তার আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন এমপি আরো বলেন, নিশানবাড়িয়া ইউপি সিমানা নিধারণ নিয়ে জটিলতার অচিরেই সমাধান করা হবে। এ সমস্যা দীর্ঘ স্থায়ী থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, ইউপি সদস্য লুৎফর রহমান, আসাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর পূর্বে বাদশাহাটে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনকে শুভেচ্ছা জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
একই দিনে স্থানীয় সংসদ সদস্য বানিয়াখালী জিসি মোড়েলগঞ্জ সড়কের ১২শ’ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের সরালিয়া কাঠের পুল হয়ে কুদঘাটা সড়ক একটি রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
সময় জার্নাল/এলআর