মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
আগামী ২ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে এবং আগামীকাল (২৭ অক্টোবর) থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক চারটি হল।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।
তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভায় ২ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর আগামীকাল থেকে আবাসিক ৪টি হল শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাদের নিয়ে সার্বিক প্রস্তুতির ব্যাপারে যে কমিটি করা হয়েছে তাদের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো চলমান রয়েছে তাই বিশ্ববিদ্যালয় খুলতে খুব বেশি একটা বেগ পেতে হবে না আমাদের।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছিলো।
সময় জার্নাল/এলআর