মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ৩ আসামি রিমান্ডে

আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়সহ একাধিকস্থানে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩আসামিকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলো, আলী আজগর (২২), নুরুল ইসলাম সুমন (২২) ও নুরুল ইসলাম জীবনকে (২২)। গত ১৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলার এজহার নামীয় আসামি তারা। যাহার মামলা নং-১৯।
 
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান আজ দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় এ পর্যন্ত গ্রেফতারকৃত ৫ আসামি দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় দায়েরকৃত  ২৬ মামলায় ২০১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল