-সাইফুল ইসলাম
সুপর্ণা, তোমার পথের সবগুলো ধুলায়
আমি যখন তোমাকে ভালোবাসার কথা ছড়িয়ে দিচ্ছিলাম,
নিশিদিন ভাবনায় সবকিছু ভুলে কেবল তোমাকে নিয়ে মহুয়া মাতাল হয়ে চষে বেড়াতাম আমার জন্য বরাদ্দ করা সবটুকু জমিন,
আকাশের সবগুলো তারার বিচ্ছুরিত আলোয়
যখন মিশে যাচ্ছিল আমার চোখের জলের প্রতিসরণ,
আমার উদাসী কান্নায় বুক ভাঙা অনুনাদে গাছের আড়ালে যখন ডেকে উঠত তিলা ঘুঘুূদের দল,
ঠিক সেইসব দিনগুলোর কোনো এক ক্ষণে
তোমার সাথে আমার প্রথম ও শেষবার পাশাপাশি বসা।
সেদিন অস্ফুট এক আার্তনাদ দুমড়েমুচড়ে দিচ্ছিল বুকের জমিন,
বোবা কান্না আমার কথার ফুল হয়ে ফুটতে পারেনি অজানা কোনো অভিশাপে;
আমি কেবল সমস্ত শক্তি দিয়ে একটি বারের জন্য বলতে চেয়েছিলাম 'ভালোবাসি'।
বলতে পারিনি কারণ তখন আমার বড়ই অবেলা,
সমাজ, সময়, সংসার আমার অনুকূলে ছিল না কিছুই,
আমার চোখে সেদিন সাতসাগরের জল,
আর তুমি নির্লিপ্তভাবে একটু পরপর তোমার হাতঘড়িটা দেখছিলে,
আমি সেদিন জানতাম না এ সময়, সমাজ, সংসার বিধাতা কেবল তোমাদের জন্য বরাদ্দ করেছেন।
সুপর্ণা, আজও আমি পরিযায়ী স্বপ্ন বুকে ধারণ করে বেঁচে থাকি, বেঁচে আছি,
কেবল একটি ক্ষণের আশায়, অনকূল পৃথিবীতে প্রিয় নদীটার পারে মুখোমুখি বসে
কেবল একবার বলবো, ' ভালোবাসি'।