এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে রোপা আমন ধানের বাদামী গাছ ফড়িং কারেন্ট পোকা প্রতিরোধে সচেতনতায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত। বুধবার বেলা ১১টায় তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক গনেশ পাল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপংকর সমাদ্দার, মশিউর রহমান, ফরহাদ হোসেন, ইউপি সদস্য ফকির আলী হাসান, কৃষক মোক্তার হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন কৃষক-কৃষানীরা।
অনুষ্ঠানে কৃষি অফিসার সিফাত আল মারুফ বলেন, রোপা আমন ধানের বাদামী গাছ ফড়িং কারেন্ট পোকা প্রতিরোধে করনীয় বিষয় কৃষকদের সচেতন থাকতে হবে।
পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে সকলকে। এ সময় একটি সতর্ক বার্তা লিপলেট বিতরণ করা হয়। একই সময়ে উফসী উন্নত প্রজাতের ব্রি-৭৫ ধানের কৃষক মোক্তার হাওলাদারের ফসল শষ্য কর্তন করা হয়।
সময় জার্নাল/এলআর