স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে টসে না জিতলেও শুরুতে ব্যাটিংই করেছে বাংলাদেশ। সন্ধ্যার আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় শিশির নিয়ে ভাবনা নেই বাংলাদেশের। সেই ভাবনা থেকেই হয়তো ইংলিশদের বড় রানের পাহাড়ে চাপা দিয়ে পরে তিন স্পিনারের পরীক্ষায় ফেলার কৌশল বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
উইকেটে খুব একটা ঘাস নেই, শুকনো। আর তাই ব্যাট আর বলের দারুণ লড়াইয়ের আভাসই মিলছে আজ। টসের সময় অধিনায়ক মাহমুদউল্লাহও বললেন, ‘উইকেটটাকে বেশ ভালো দেখাচ্ছে, আর তাই আমরা ভালো একটা রান স্কোরবোর্ডে জমা করতে চাই। এটা আমাদের জন্য নতুন এক ম্যাচ, আর তাই আমাদের ভালো খেলতে হবে আজ।’
পরে ব্যাট করতেও অবশ্য সমস্যা নেই ইংলিশদের। অধিনায়ক অইন মরগ্যানের কথা, ‘আমরা রান তাড়া করায় বেশ ভালো। উইকেটটাকে বেশ ভালো দেখাচ্ছে। এখানে আইপিএল খেলেছি আমরা। তবু আমাদের মানিয়ে নিতে হবে। অতীতের ক্ষতগুলো আপনাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করে, তবে আমাদের মনোযোগ থাকবে আমাদের কাজের ওপরই।’
এমআই