তিতুমীর কলেজ প্রতিনিধি: পরীক্ষার্থীরা কেন্দ্রে এসেছে, নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরুও হয়েছে কিন্তু প্রশ্ন পেয়ে শিক্ষার্থীরা দেখতে পেলে ওই বিষয়ের নয়; প্রশ্ন দেয়া হয়েছে অন্য সাবজেক্টের! এ ঘটনা ঘটেছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষায়। প্রশ্ন কাঠামো ভুল থাকায় পরে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
বুধবার ( ২৭ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের নন মেজর "রাজনৈতিক তত্ত্ব পরিচিতি" পরিক্ষাটি শুরুর পর এই বিষয়ের প্রশ্ন না দিয়ে "পিন্সিপাল অফ ইকোনমিকস" প্রশ্ন দেওয়া হয়।
জানা যায়, পরীক্ষা শুরু হবার পর, প্রশ্ন দেওয়া হলে প্রশ্নের মিল না থাকলেও নির্দিষ্ট পরীক্ষার বিষয় কোড ছিলো। প্রশ্নে মিল না পেয়ে পরীক্ষার্থীরা শিক্ষকদের জানালে তাঁরা আলোচনায় বসে এক ঘন্টা পরে পরিক্ষাটি স্থগিত করার নোটিশ দেয়।
পরীক্ষা দিতে না পেরে ভোগান্তিতে পরীক্ষার্থীরা। অনেকে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে সমাজবিজ্ঞানের তানভিন নামের এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা স্থগিত হওয়াতে আমাদের সমস্যা বৃদ্ধি পেলো। স্থগিত পরীক্ষাটি কবে নাগাদ হবে তা জানা নেই। প্রস্তুতি নেওয়া পরীক্ষাটি হলে এসেও দিতে না পারাও চরম ভোগান্তি। এ ধরনের জটিলতা আমাদের কাম্য নয়।
শাহাদুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ৬ টি পরিক্ষা শেষ হতে সময় লাগবে প্রায় দু মাস, আবারও পরীক্ষা পেছানোর ফলে কবে পরীক্ষা শেষ হবে এটা নিয়েও এখন চিন্তা করতে হয়। সেশনজট যেন পিছু ছাড়ছে না। স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্রের বিষয় ভুল থাকা হতাশাজনক।
প্রশ্নপত্র ভুলের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা কলেজের এক শিক্ষক বলেন, ৪/৫ টি কলেজে যে বিষয়টি ঘটেছে তা হলো কোড ঠিক আছে কিন্তু সাবজেক্ট টাইটেল ঠিক নেই। রাজনৈতিক তত্ব পরিচিতি (১০৭) পরীক্ষায় অর্থনীতির মৌলনীতি(১০৬) বিষয়ের প্রশ্ন এসেছে। এই ভুলের কোনো ব্যাখ্যা আমরা পাইনি। তবে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ফোন করা হলে তিনি অসুস্থ আছেন বলে কল কেটে দেন।
উল্লেখ্য, স্থগিত হওয়া এ নন মেজর পরিক্ষাটি কবে হবে এমন কোন নিদিষ্ট নোটিশ প্রকাশ হয়নি।
সময় জার্নাল/এমআই