ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ার আগপাড়া শেরকোল গ্রামে মানসিক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন বাবা শামসুল ইসলাম। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, উপজেলার আগপাড়া শেরকোলের মানসিক প্রতিবন্ধি যুবতী কোহিনুর পারিবারিক ঘটনার জেরে রাগান্বিত হয়ে তার বাবার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় বয়োবৃদ্ধ শামসুল ইসলাম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও পালিয়ে যায় কোহিনুর।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। তবে অভিযুক্ত মানসিক প্রতিবন্ধী। তাকে গ্রেফতারে অভিযান চলছে দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে ও ঘটনার কারণ জানা যাবে।
সময় জার্নাল/এলআর