দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাংগায় বিজিবি’র নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (বৃহস্পতিবার ) সকালে অনুষ্ঠিত পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল মো:সালাহ উদ্দিন নয়ন পিএসসি। সভায় পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রধান অতিথি
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে কোনোভাবে প্রতিহিংসা মূলক আচারন না করে, শান্তিপূর্নভাবে ভোটাররা যেন ১১নভেম্বর ভোট দিতে পারে সে দিকে নজর রাখতে হবে।
পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি)'র উপ-অধিনায়ক মেজর মো:খসরু রায়হান সীমান্তে চোরাচালান নিরোধে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় মাটিরাংগা উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থীগন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর মো:খসরু রায়হান, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ।
সময় জার্নাল/এলআর