মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদক রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে মো. শরিফ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড করেছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ২৮ (অক্টোবর) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষনা করেন।একইসাথে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শরীফ ময়মনসিংহ কোতয়ালী থানার ৭৮-বি বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্র জানায়, ২০১৫ সালের ১ মার্চ সকালে জামালপুরের ইসলামপুর থানার মোশারফগঞ্জ বাজারস্থ রেলস্টেশনের পশ্চিম পার্শ্বে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হন শরিফ। মামলার দীর্ঘ শুনানি ও ১০ জন্য সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। আসামীর ইতোপূর্বের হাজতবাস রায়ে উল্লেখিত সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামীপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট এইচ আর জাহিদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নির্মল কান্তি ভদ্র রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সময় জার্নাল/এলআর