আমার আমি
আমি চিড়িয়াখানায় আটকে থাকা বাঘ।
যাকে দেখিয়ে-
তোমরা সবাই বনের গল্প শোনাও;
হিংস্রতার ভয় দেখাও।
আমি একই বৃন্তের জোড়া কোনো ফল;
যার জন্মই হয়েছে জমজের স্বপ্ন দেখাতে।
আমি ভিজে যাওয়া ম্যাচ,
আর কোমর ভাঙ্গা সিগারেট;
জ্বালাতে পারি না, জ্বলতেও না।
আমি একটু একটু করে সবকিছু হয়েছি;
শুধু-
একটা 'আমি' হতে পারি নি;
আয়না ছাড়া...
নিজেকে
দেখা যায় না
বলে।
চেহারা
চেহারা?
চেহারা বালি ঘড়ি।
হাতের মুঠো ফসকে গেলেও,
মনের মুঠোয় ধরি।
চেহারা নিছক মুখোশ;
যাকে যেমন চাই, ঠিক তেমনি দেখাই।
চেহারা তোমার নাই?
চেহারা ছাড়া মানুষ হয় নাকি?
সবার চেহারা নগদ জানি,
তোমার চেহারা বাকি।
সময় জার্নাল/এমআই