ইসাহাক আলী, নাটোর: নাটোরের লালপুরের ঈশ্বরপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত মোখলেসুর রহমান মোখলেস ঈশ্বরপাড়া গ্রামের ছৈমুদ্দিনের ছেলে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাকাত নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার ও একটি জলমহলকে কেন্দ্র করে মোকলেস গ্রুপের লোকজন বাদশা গ্রুপের লোকজনের উপর হামলা করে। এসময় বাদশা গ্রুপের লোকজন প্রতিহত করলে দু'পক্ষের সংঘর্ষ বেধে যায় । এতে ঘটনাস্থলেই মারা যায় মোখলেছ। আহত ছাকাত সহ তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ছাকাতের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান। এছাড়া এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি বলেও জানান তিনি।
এমআই