এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জেলা কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে করা হয়েছে।
শনিবার ( ৩০ শে অক্টোবর) বেলা ১১ টায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের মিলনায়তনে ফরিদপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় ফরিদপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক প্রফেসর শাহজাহান এর সভাপতিত্বে "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" শীর্ষক ব্যানারে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বেলায়েত হোসেন, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার , ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন "জনতাই পুলিশ, পুলিশই জনতা" এই নীতি নিয়েই ২০১৬ সালে কমিউনিটি পুলিশং এর যাত্রা শুরু করে আজ পর্যন্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।ভবিষ্যতেও কমিউনিটি পুলিশের সেবা দেয়ার এই ধরনের মানসিকতা বজায় থাকবে বলে উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নগর কান্দা উপজেলা কমিউনিটি পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল জলিল ও নগর কান্দা উপজেলা কমিউনিটি পুলিশ এর সভাপতি জনাব মোঃ বেলায়েত হোসেন কে তাদের কাজের কৃতিত্ব স্বরুপ আইজিপি পুরস্কার প্রদান করা হয়।
এর আগে একটা বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে। অম্বিকা মেমোরিয়াল হল এ এসে শেষ হয়।
এমআই