স্টাফ রিপোর্টার, সময় জার্নাল : বিমানবন্দরে মাহিন্দা রাজাপাকসেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ড অব অনার দেয়া হয়। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে তিনি এই আশা প্রকাশ করেন।
রাজাপাকসেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টুইটে মাহিন্দা রাজাপাকসে লিখেছেন—স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান।
ঢাকায় আসার পর আরেকটি টুইট করেন রাজাপাকসে। এই টুইটে লিখেছেন—বিমানবন্দরে তিনি উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছেন। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি সম্মানিত।
সময় জার্নাল/আরইউ