দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ৪০ জন প্রশিক্ষণার্থী প্রকৌশলী।
শনিবার দুপুরে এলজিইডি কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)র ১৪৪ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের টিম জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালক (প্রশিক্ষন) মো. আব্দুল কাদের, যুগ্ন-পরিচালক সালাহউদ্দিন ইবনে সাঈদ, সহকারী পরিচালক কাজী ফয়েজ আহম্মেদ, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহম্মেদ সহ প্রশিক্ষনার্থী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা টুঙ্গিপাড়া এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ালকুল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া শ্মশান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
এমআই