ক্রীড়া প্রতিবেদক: শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ১৩ মিনিটের মধ্যে চার গোল হজম করল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশাও জাগাতে পারল না তারা। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল মারুফুল হকের দল।
উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল দল।
কুয়েত ম্যাচে একটু লড়াই অবশ্য করেছিল যুবারা। উজবেকিস্তানের বিপক্ষে তার কিছুই পারেনি। শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখা স্বাগতিকদের গোলের উৎসব শুরু হয় ত্রয়োদশ মিনিটে।
বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা উলুজবেক খোশিমোভ এক ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে দিয়ে জটলার ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শট নেন। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক পাপ্পু হোসেনের হাতে লাগলেও শেষ রক্ষা হয়নি; জালে জড়ায়।
একটু পর কর্নারে অনেকখানি লাফিয়ে এলদোরবেক বেগিমোভের নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ হয়। সপ্তদশ মিনিটে বক্সের একটু উপরে মানিক হোসেন মোল্লা বল হারানোর পর সতীর্থের ছোট পাস ধরে একটু এগিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক উলুজবেক। ২৬তম মিনিটে ছোট কর্নার থেকে হেডে ব্যবধান আরও বাড়ান ডিফেন্ডার আসলিদ্দিন তোশতেমিরোভ। কোণঠাসা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশা বলতে গেলে শেষ হয়ে যায় প্রথমার্ধেই।
দ্বিতীয়ার্ধে খেলার গতিপথ বদলায়নি। ৬৩তম মিনিটে দারুণ ফ্রি কিকে ব্যবধান আরও বাড়ান ফয়জুলায়েভ খামিদজনোভ। শেষ দিকে দিওরবেক রাখিমখনোভের শট পোস্টে লেগে ফেরার পর আলিশের ওতিলভ কোনাকুনি শটে ৬-০ করেন।
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমআই