খাদিজা খানম, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য করোনা টিকা প্রদান ক্যাম্পেইন শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩১ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধান অতিথি হিসেবে করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার উল আলম। এসময় উপাচার্য বলেন, "আমরা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসতে চাই। প্রাথমিকভাবে যেসব শিক্ষার্থী টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি তাদেরকে টিকা প্রদান করছি। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে’’।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রোভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, নোবিপ্রবিতে ৩১ শে অক্টোবর থেকে ৯ ই নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদেরকে করোনার প্রথম ডোজ দেওয়া হবে। নোবিপ্রবি মেডিকেল সেন্টার ও নোবিপ্রবি করোনা শনাক্তকরণ কেন্দ্রের যৌথ তত্ত্বাবধানে টিকা প্রদান করা হবে। নোবিপ্রবি বিএনসিসি ও রোভার স্কাউট টিকা প্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক ভূমিকায় দায়িত্ব পালন করবে।
সময় জার্নাল/এলআর