শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাপে কাটা রোগীর বেঁচে যাওয়ার অসাধারণ গল্প

রোববার, অক্টোবর ৩১, ২০২১
সাপে কাটা রোগীর বেঁচে যাওয়ার অসাধারণ গল্প


ডা. আনিস : 

বাড়ি তার কিশোরগঞ্জ এর হাওড় এলাকায়।এই রকম এলাকায় দুই চারটা
বিষধর সাপ থাকা টা অস্বাভাবিক কিছু নয়।
রোগির লোকের ভাষায় সাপটির নাম কেউটে। Bite mark খুব একটা নেই।আমরা তাকে  krait   বলে জানি।

বিষধর সাপ কামড়ানোর লক্ষন সমূহ :

১.চোখের পাতা দিয়ে চোখের মনি ঢেকে যাওয়া( Bilateral partial ptosis)
২. ঘুম ঘুম ভাব(Drowsiness)
৩.খাদ্য পানিয় না গিলতে পারা(Dysphagia)
৪.ঘাড় মাথা সামনের  দিকে ঢলে পড়া(Broken neck sign)

রোগিটি উল্লেখিত সকল লক্ষনসসমুহ নিয়ে আমাদের ইউনিট এ গভীর রাত্রে ভর্তি হলেন।

এই রকম লক্ষন থাকলে এন্টি ভেনম দেওয়া বাধ্যতা মূলক। কিন্তু আই সি ইউ সেটিংস এ দিলে ভালো কারন মারাত্মক হাইপারসেন্সি টিভিটি রিএকশন হতে পারে।            

একদিকে কল দেওয়া হলো আই সি ইউ তে,অন্যদিকে এন্টিভেনম শুরু হলো।

বিধিবাম,২/৪ ঘন্টাতেও রোগির লক্ষন গুলো উন্নতি হলো না। রোগিটির অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
নিয়ম অনুসারে দ্বিতীয় ডোস এন্টিভেনম প্রয়োগ করা হলো।

ততোক্ষনে সকাল ১১ টা, রোগির শাসকষ্ট শুরু হয়ে গেল।ভাগ্যক্রমে ততোক্ষনে  আইসিইউতে একখান ছিট মিলে গেছে।

আমরা বিকল্প পথে আগাতে থাকলাম। চলছে ঘাটাঘাটি দেশিয় ও আন্তর্জাতিক গাইডলাইন। 

৩৫ বসরের এতো সুন্দর তাজা প্রাণ, চোখের সামনে ঝড়ে যাচ্ছে। রোগির লোকজনের আহাজারি সয্য করার মতো নয়।অনেক টা চেলেঞ্জ নিয়ে আগাতে থাকলাম।আমাদের ইউনিট প্রধান ডা.গোলাম রহমান ভুইয়া স্যার এর পরামর্শ ক্রমে 
বিকেল ৩ টায় প্রয়োগ করলাম শেষ অস্র----

Inj neostigmine with Atropine..4 hourly upto improvement of neurological sign or  development of severe bradycardia/ fasciculation

চলছে সমন্বয় মেডিসিন বিভাগ  ও আই সি ইউ বিভাগ এর মধ্য-

YES!
রাখে আল্লাহ মারে কে? আই সি ইউ ডক্টর এবং আমাদের ইউনিটের সহযোগিতায় রোগিটি ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাপিত হলো।

 Great!
বেঁচে গেলো একটি প্রাণ, বেঁচে গেলো হাজারটি স্বপ্ন।

বি.দ্র: বাংলা সিনেমায় নাগ- নাগিণি কিংবা ওঝার কেরামতি থাকলেও বাস্তবে কিন্তু এটি প্রতারণা ছাড়া কিছুই নয়।
সাপে কামড়ালে তাই দ্রুত সরকারী হাসপাতাল যোগাযোগ করুন ।

লেখক : সহ রেজিস্ট্রার
মেডিসিন বিভাগ
ম চি ম হা। 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল