সময় জার্নাল ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ২ নভেম্বর সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) এবং ৩ নভেম্বর সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) এর সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
৩১ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থীদের যাতায়েতের সুবিধার্থে যাত্রী চাপ মোকাবেলায় ০২.১১.২০২১ তারিখে সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) এবং ০৩.১১.২০২১ তারিখে সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) ট্রেনের 'অফ ডে' প্রত্যাহারের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
সময় জার্নাল/এমআই