নিজস্ব প্রতিনিধি: ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন, সে সুস্থ এবং চতুর বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ তথ্য জানান সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।
তিনি বলেন, ইকবাল সম্পূর্ণ সুস্থ ও চতুর। সে ঘটনার পর সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়। ১১ দিনের রিমান্ডে ইকবাল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করেছেন।
সিআইডি পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় স্থানীয় কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনার মূলহোতা ইকবালকে গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।
সময় জার্নাল/এলআর