ইয়াসিন আরাফাত :
সীতাকুণ্ডের মহানগর মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।
সোমবার (১ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এর ঐতিহ্যেবাহী মহানগর মীর নুরুল ইসলাম দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গনে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সচেতনতা ও থ্যালাসেমিয়া রোগ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উক্ত মাদরাসা ও এলাকার প্রায় ৫শ জন ছাত্র-ছাত্রী, সাধারন মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা মহিউদ্দীন, প্রক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দীন, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা নুরুল হক চৌধুরী, হাফেজ মাছুম, সাজিদ ছৌধুরী, হাফেজ রিফাত, লিও আরাফাত ইলাহি, লিও নাজিমুজ্জামান রাশেদ।
প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা সাইফুদ্দিন বলেন, এটা একটি মহৎ উদ্যোগ। আমি উক্ত সংগঠনের সফলতা কামনা করি। তাদের এই আয়োজনটা ছাত্রছাত্রীদের জন্য উপকারী কেননা সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের যে ইউনিক আইডির কার্যক্রম চলছে ওখানে ব্লাড গ্রুপ প্রয়োজন হচ্ছে।
মহানগর মাদরাসা প্রাত্তন ছাত্র পরিষদের দায়িত্বশীল হাফেজ মাছুম ও সীতাকুণ্ড ব্লাড ব্যাংক এর এডমিন মোহাম্মাদ নূর খান এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংক এর এডমিন প্যানেলের সদস্য আলী আকবর, শাহানা আক্তার, কার্যকরী পরিষদ সদস্য সালাউদ্দিন জীবন, কাঞ্চন চৌধুরী, বাবলু, ইয়াছিন আরাফাত, নূর উদ্দিন, ইমরান, ইকবাল, ইমন, ফারহানা কলি, আল-রাজী প্রমুখ।
সময় জার্নাল/ইএইচ