এহসান রানা, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে এক বৃদ্ধ খুনের জেরে বাড়িঘর ভাংচুর করে ক্ষতিসাধন, নগদ টাকা ও গবাদিপশু লুট করার ও সহায়তা করার অপরাধে শুক্রবার (১৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এক বৃদ্ধ খুনের জেরে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই গ্রামের মানিক শেখের ছেলে ছরোয়ার শেখ বাদি হয়ে এজাহার নামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে শুক্রবার সকালে বোয়ালমারী থানায় দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধন) আইন ২০০১ এর ৪/৫ ধারায় মামলা করেন। ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ।
মামলার এজাহার নামীয় ৭ আসামীকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আজিম মোল্যা (৩৩), আসাদ মোল্যা (৩৫), জাসুদ ফকির (৩০), আক্কেল মোল্যা (৪৫), সামচু মোল্যা (৩৮), শহিদুল মৃধা (৩৮), মিজানুর শেখ (৩৮)।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার ৭ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।'
উল্লেখ্য, গত ১৭ মার্চ বুধবার রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) দোকানে বিড়ি কিনার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। তাকে আহত অবস্থায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেই হত্যাকে কেন্দ্র করে চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসমত গ্রুপের লোকজন প্রতিপক্ষ চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. জামাল মাতুব্বরের সমর্থকদের বাড়িতে ১৮ মার্চ ভোরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও গরুসহ বাড়িঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
সময় জার্নাল/এমআই